ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা স্টার্ট দিতে গিয়ে অটোর নিচে চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় বানিয়াপাড়া দানারহাট গ্রামে শিশুটির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আনাস (৪) ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় দানারহাট গ্রামের জালালের ছেলে।

নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে এক প্রতিবেশী অটোরিক্সা দাঁড় করিয়ে রেখেছিল। শিশুটি হঠাৎ অটোরিকশা উঠে গাড়িতে থাকা চাবি দিয়ে স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এসময় শিশু আনাস অটোর নিচে চাপা পড়ে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. নুরুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

অটো রিকশা,শিশু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত