ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যুবক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে যুবক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই এ মামলার অন্যতম আসামি রাজিবকে (৩৫) গ্রেপ্তার করেছেন। সে একই গ্রামের প্রতিবেশী রাজ্জাকের ছেলে।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে বিপুল সেখ (৩২) তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিল। এতে একই মহল্লার প্রতিবেশী শহিদুল ইসলাম গং বাধা দেয়। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিপুলকে তারা হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই সে মারা যায়।

এ ব্যাপারে শনিবার রাতে নিহতের ভাই বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার ভোর রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

মামলা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত