ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জামালপুরে নাশকতার মামলায় গ্রেফতার যুবলীগ নেতা কারাগারে

জামালপুরে নাশকতার মামলায় গ্রেফতার যুবলীগ নেতা কারাগারে

জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতার মামলায় গ্রেফতারকৃত যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে তাকে জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগের দিন শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেলান্দহ থানা পুলিশ।

গ্রেফতার হওয়া সুমন (৩৭) আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং আদ্রা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি গুজামানিকা এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নম্বর-২০) আরিফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।”

যুবলীগ,কারাগারে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত