সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবিপুর মধ্যপাড়া গ্রামের কৃষক হাসেন ওরফে পলান (৪০) ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে।
তিনি ওই গ্রামের মৃত হাশমত আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত হাসেন ওরফে পলান বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ছোটখাট ব্যবসা করছিল। এ ঋণের টাকা আদায়ে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল। অবশেষে এ টাকা পরিশোধ করতে না পেরে শনিবার রাতে সে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।
রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।