কক্সবাজার সদরের কাছাকাছি এলাকা চোফলদন্ডী ইউনিয়ন। ওই ইউনিয়নের রাখাইন পল্লিতে রঙ-বর্ণে মেতে উঠল রাখাইন সম্প্রদায়। রাখাইন নববর্ষ ১৩৮৭ বরণ উপলক্ষ্যে আয়োজিত ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে ছিল প্রাণের বাঁধভাঙা উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী।
তিনি বলেন, “রাখাইনদের এই জলকেলি উৎসব তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম রূপ। এই উৎসব পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আয়োজক কমিটির উছাচিং রাখাইন মেম্বার, কেংগ্রী রাখাইন, ধুইংগ্য রাখাইন, ক্য এছেন, থোয়েনব্য , আনাই সহ দক্ষিণ রাখাইন পাড়ার যুব সমাজের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীরা অংশ নেন।
উৎসবে রাখাইন তরুণ- তরুণীরা তাদের নিজস্ব পোশাক পরে নেচে গেয়ে জলকেলি ববা ষসাংগ্রেপোয়ে উৎসবে মেতে ওঠেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা বিশেষ করে জনপ্রিয় রাখাইন সংগীত দর্শকদের মুগ্ধ করে তোলে।
রাখাইন তরুণ উসিবু রাখাইন বলেন, প্রতি বছর আমরা এই উৎসব উদ্যাপন করি, নতুন বছরের শুভ সূচনায় আমরা এ উৎসব উদ্যাপন করি।
অনুষ্ঠানে আগত সাংবাদিক সুনীল বড়ুয়া বলেন, এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এ ধরনের উৎসব বেঁচে থাকুক এটাই প্রত্যাশা।