ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

কুড়িগ্রাম জেলা পুলিশ গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জনকে গ্রেফতার করেছে।

অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, তাদের সহযোগী ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলাব্যাপী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে কুড়িগ্রাম থানায় ৭ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ৩ জন, নাগেশ্বরী থানায় ১ জন, ফুলবাড়ীতে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৫ জন, চিলমারীতে ২ জন, রাজিবপুরে ২ জন, রৌমারীতে ১ জন, কচাকাটায় ২ জন ও ঢুষমারা থানায় ২ জন রয়েছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামে গত ২০ এপ্রিল থেকে ২১ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদের মধ্য থেকে মোট ৩১ জন ফ্যাসিস্টকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ,বিশেষ অভিযান,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত