ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইয়েন ইয়েন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র লিপ্ত: পিসিসিপি

ইয়েন ইয়েন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র লিপ্ত: পিসিসিপি

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় দেশবিরোধী প্ল্যাকার্ড বহনের অভিযোগে রাঙামাটিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়ের স্ত্রী ইয়েন ইয়েনের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তোলে সংগঠনটি।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় শহরের কাঠালতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পিসিসিপি। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন।

সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন পিসিএনপি'র চেয়ারম্যান কাজী মজিবর রহমান, রাঙামাটি জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, সহ- সাধারণ সম্পাদক ও লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, পিসিসিপি জেলা শাখার অর্থ সম্পাদক ও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, পিসিসিপি পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, নববর্ষের মতো একটি সাংস্কৃতিক আয়োজনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ইয়েন ইয়েন একটি প্ল্যাকার্ড বহন করেন, যেখানে বম জনগোষ্ঠীর নারী ও শিশুদের বন্দি হিসেবে দেখানো হয়। বক্তাদের দাবি, এই চিত্রায়ণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তারা আরও বলেন, এই কার্যক্রমে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সক্রিয় সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে, যারা ইতিপূর্বে ব্যাংক ডাকাতি এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মতো অপরাধে জড়িত।

নেতারা অভিযোগ করেন, 'আদিবাসী স্বীকৃতি', 'সেনা শাসন বন্ধ', 'পাহাড় ফিলিস্তিন নয়'-এ ধরনের স্লোগান রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অংশ। তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক পদগুলোতে চাকমা সম্প্রদায়ের একচেটিয়া নিয়ন্ত্রণ পাহাড়ে বিদ্যমান বৈষম্যের প্রতিচ্ছবি।

সমাবেশে আরও বলা হয়, পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষ প্রতিনিয়ত চাঁদাবাজি, সশস্ত্র সন্ত্রাস ও নিপীড়নের মুখে দিন কাটাচ্ছে। আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়িয়ে পাহাড়কে অস্থিতিশীল করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করছে, যার সূত্রপাত হয়েছে ২০০৭ সালের পর থেকে ‘আদিবাসী’ পরিচয়ের দাবির মাধ্যমে।

সমাবেশ থেকে ইয়েন ইয়েনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ইয়েন ইয়েন,পার্বত্য চট্টগ্রাম,পিসিসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত