সিরাজগঞ্জে কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চর এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীর মাস্ক পরা মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জেলা বিশেষ গোয়েন্দা শাখা (ডিএসবি) সোমবার সকালে এ মিছিলের ভাইরাল ভিডিও নজরে আসে। এ নিয়ে গোটা পুলিশ প্রশাসনের তোলপাড় সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্ভবত রোববার রাতের যেকোনো সময় ওই চর এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করে। তবে প্রায় ৩ মিনিটের ভিডিওতে রাতের অন্ধকার থাকায় ও মাস্ক পরা নেতাকর্মীদের এখনও চিহ্নিত করতে সম্ভব হয়নি পুলিশ প্রশাসনের। ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট দেয়া হয়েছে। এ সময় তাদের ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব আছে সারা বাংলায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এ ভিডিওটি ইতোমধ্যেই নিজ নিজ ফেসবুক আইডিতে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা শেয়ার করেছেন।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি মো. নূরে আলম আলোকিত বাংলাদেশকে বলেন, ভাইরাল ভিডিওতে ধারণা করা হচ্ছে, ওই চর এলাকায় আওয়ামী লীগের মাস্ক পরা মশাল মিছিল হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।