ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়া ডিগ্রী কলেজের শিক্ষক খুন, আটক ১

উখিয়া ডিগ্রী কলেজের শিক্ষক খুন, আটক ১

কক্সবাজারের উখিয়ায় দোকানভাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে উখিয়া ডিগ্রি কলেজের শারীরিক বিদ্যা বিভাগের প্রভাষক মো. ইকবাল নিহত হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘিলাতলী এলাকায় নিজ বাড়ির সামনে এ নিহত হন তিনি।

নিহত শিক্ষক মো. ইকবাল কক্সবাজারের টিটিএন টিভি'র বিশেষ প্রতিনিধি ইফতিয়াজ নুর নিশানের বাবা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরধরে অভিযুক্ত আটক শরীফ, কলেজ শিক্ষক ইকবালের উপর হামলা করে গুরুতর আহত করে। পরে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বাসা ভাড়ার ব্যাপারে ভিক্টিম ইকবাল ও অভিযুক্ত শরীফের মধ্যে বাকবিতণ্ডা চলে। হঠাৎ শরীফ ভিক্টিম ইকবালের অণ্ডকোষে লাথি দিলে ঘটনাস্থলেই ইকবাল লুটিয়ে পড়ে। স্থানীয়রা উনাকে দ্রুত উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় মো. শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামক এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব শিকদার বিলের শামসুল আলমের ছেলে।

শিক্ষক,খুন,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত