স্নাতক পাস/ডিগ্রি সমমানের স্বীকৃতির দাবিতে রংপুরে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) সকালে রংপুর বিভাগীয় সাধারণ ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থী, ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে নার্সিং শিক্ষার্থীরা রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ—রেজওয়ান, সম্রাট, বাদশা, সোয়েব প্রমুখ।
মানববন্ধন থেকে জানানো হয়, ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ এবং ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই এই কোর্স দুটিকে স্নাতক পাস/ডিগ্রি সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
তারা জানান, এ বিষয়ে পূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার বরাবর একাধিকবার স্মারকলিপি প্রদান করা হলেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। নীতিনির্ধারকদের মৌখিক আশ্বাসে আশ্বস্ত হলেও কার্যকর পদক্ষেপের অভাবে শিক্ষার্থীরা হতাশ।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের এই এক দফা দাবি বাস্তবায়নে যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রংপুর শাখার সদস্যরা, সাধারণ ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা, ইন্টার্ন নার্স ও সিনিয়র স্টাফ নার্সরা।