ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইউপি চেয়ারম্যানকে হেয় করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানকে হেয় করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদকে মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ জানান, গত রোববার তার খালা মাসুদা বেগম তার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি দাবি করেন, সংবাদ সম্মেলনে উত্থাপিত জমি সংক্রান্ত বিষয়ে তিনি সম্পূর্ণরূপে নির্দোষ এবং উক্ত জায়গাটি তার মামা মো. শফিউল আজমের নামে বৈধ লিজকৃত।

চেয়ারম্যান রাশেদ জানান, সাড়ে ১৩ শতক জমিটি তার মামার নামে ১৪৩১ বাংলা সাল পর্যন্ত লিজ রয়েছে এবং নিয়মিত লিজমানি পরিশোধ করা হয়েছে। তার খালা কিছুদিন ধরে ওই জমিতে বসবাস করছিলেন ও দেখাশোনা করছিলেন মাত্র। তিনি হঠাৎ করে গত ৬ এপ্রিল উক্ত জমির নতুন লিজ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। পরে মামা বিষয়টি জানতে পেরে তার খালার সঙ্গে আলোচনা করে আবেদনটি প্রত্যাহার করিয়ে নেন।

তিনি স্পষ্ট করে জানান, তিনি নিজে কোনোভাবে ওই জমির সঙ্গে জড়িত নন এবং কোনো লিজ আবেদনও করেননি।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান রাশেদ অভিযোগ করেন, তার খালা ব্যক্তিগত পূর্ব-দ্বন্দ্ব এবং কিছু ঋণের জের ধরে উদ্দেশ্যমূলকভাবে তাকে মানহানিকর বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি দাবি করেন, খালা মাসুদা বেগম দীর্ঘদিন আগে তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, যা ফেরত চাইতে গেলে বিভিন্ন সময় অপমানজনক আচরণ করেন।

তিনি আরও বলেন, তার খালা ক্যান্সার রোগে আক্রান্ত এবং অসুস্থ অবস্থায় বিভ্রান্তিকর কথা বলে তার সম্মান ক্ষুণ্ন করছেন। এ কারণে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান রাশেদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মামাতো ভাই মো. নাজমুল হুদা ও হুমায়ুন কবির।

পাল্টা,সংবাদ,সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত