চীনা অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা, পেশাজীবী, ব্যবসায়ীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে গাইবান্ধায় হাসপাতাল নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
গাইবান্ধার স্বাস্থ্যখাতের দুরবস্থা তুলে ধরে বক্তারা বলেন, গাইবান্ধা একটি জনবহুল জেলা হলেও আধুনিক ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে। ফলে প্রতি বছর অসংখ্য রোগী চিকিৎসার জন্য রংপুর, বগুড়া বা ঢাকার হাসপাতালে ছুটে যান। একটি বিশেষায়িত হাসপাতাল এখানে স্থাপন করা হলে স্থানীয়রা সহজেই উন্নত চিকিৎসা সেবা পাবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাদুল্লাপুর ব্যবসায়ী সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, সাদুল্লাপুর গার্লস কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক নেয়ামুল আহসান পামেল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী প্রমুখ।
ডা. মইনুল হাসান সাদিক বলেন, “উত্তরাঞ্চলের সবচেয়ে অবহেলিত একটি জেলার নাম গাইবান্ধা। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখানকার মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। জেলায় মাত্র একটি জেনারেল হাসপাতাল রয়েছে, তাও সম্পূর্ণভাবে সক্ষম নয়।”
তিনি আরও বলেন, “তিস্তা-ব্রহ্মপুত্রসহ বহু নদ-নদীবেষ্টিত গাইবান্ধার ১৬৫টি চর ও দ্বীপচরের মানুষের উন্নত চিকিৎসার জন্য ২০০ কিলোমিটার দূরের রংপুর বা বগুড়ায় যেতে হয়। গাইবান্ধা সদর কিংবা গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এলাকায় খাসজমি রয়েছে, যেখানে সহজেই হাসপাতালটি নির্মাণ করা সম্ভব।”
বক্তারা বলেন, চীন সরকারের সহায়তায় যে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা গাইবান্ধার মতো পিছিয়ে পড়া জেলায় স্থাপন করা হলে স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। এই দাবিতে ভবিষ্যতেও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।