ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গণিত বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ায় হাজীগঞ্জে কেন্দ্র ভাঙচুর 

গণিত বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ায় হাজীগঞ্জে কেন্দ্র ভাঙচুর 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে নকল করতে না দেওয়ার কারনে পরীক্ষা খারাপ হওয়ায় ক্ষুব্ধ হয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে গণিত পরীক্ষার পর রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে হঠাৎ কিছু পরীক্ষার্থী কেন্দ্রের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের কয়েকটি বেঞ্চ ও জানালার গ্লাস ভাঙচুর করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার বলেন, “পরীক্ষা খারাপ হওয়ার কারণে কিছু পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়। তবে কেউ আহত হয়নি। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭২ জন।”

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “ভাঙচুরের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। যারা এই ঘটনায় জড়িত, তাদের শনাক্ত করে পরিবারকে জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানা গেছে।

ভাঙচুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত