ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে চাচার ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

কিশোরগঞ্জে চাচার ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার বিরুদ্ধে ছুরিকাঘাতে ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকারিম মিয়া (১৬) বিরার ভিটা গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে মাছ ধরার সময় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় চাচা-ভাতিজার মধ্যে। পরে, সন্ধ্যায় চাচা বাবুল ভাতিজা মোকারিমের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত মোকারিমকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মো. জাফর ইকবাল।

ছুরিকাঘাত,মাদ্রাসা,শিক্ষার্থী,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত