বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, রংপুর উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে ছাত্রশিবির রংপুরকে এগিয়ে নিতে গঠনমূলক ভূমিকা রাখবে।
সোমবার (২২ এপ্রিল) সকালে রংপুর মহানগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জাহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গঠনমূলক ছাত্র সংগঠন। আমরা শৃঙ্খলার মাধ্যমে কাজ করি এবং রাজনীতিতে কোন অনিয়মের স্থান নেই। আমাদের কার্যক্রম মাঠপর্যায়ে সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা জাতির বিবেক। নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের সহায়তা করবেন। অতীতে ২-১ জন সাংবাদিক ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছে, এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোনো পক্ষাবলম্বন না করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।”
জুলাই-আগস্টের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেসময়ের আন্দোলনে সারাদেশে বহু আহত ও নিহত হয়েছে। রংপুরের আবু সাঈদ অন্যতম বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার বলিষ্ঠ উপস্থিতিই আন্দোলনে গতি এনেছে। “আবু সাঈদ আমাদের গর্ব, দেশের গর্ব।” — বলেন তিনি।
আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, “তারা তাদের অপকর্মের ফল ভোগ করেছে এবং দেশ থেকে পালিয়েছে। সুযোগ পেলে হাজারো লাশ ফেলেও তারা ক্ষমতায় থাকার চেষ্টা করত, কিন্তু আল্লাহর রহমতে তারা ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “যে ব্যক্তি নেতাদের কথায় দেশ ছেড়ে পালিয়ে যায়, তার রাজনীতি করার অধিকার নেই। এখন কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছেন। হাসিনার দেশে ফেরার আর কোনো সুযোগ নেই।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মিছবাহুল করীম, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, মহানগর সভাপতি নুরুল হুদা, বেরোবি সভাপতি সোহেল রানা সহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।