ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 

জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 

স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী'র সভাপতিত্বে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সালেকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, জাকস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুরুল আমিন, এসো' র নির্বাহী পরিচালক মতিউর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম। সকল সচেতন জনগোষ্ঠীকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে।

দিবস,অটিজম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত