ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলো, উক্ত গ্রামের পর্বত প্রামাণিকের ছেলে আলামিন (৩৮) ও একই এলাকার কয়রা হোরপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (২১)। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মাদক,কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত