ঢাকা রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার

৪ শিক্ষককে অব্যাহতি
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার

চাঁদপুরের কচুয়া উপজেলার দাখিল পরীক্ষার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দাখিলের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, অসদুপায় অবলম্বন করার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার শামীমা আফরিন, তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদ্রাসার গাজী মো. জাহিদ হোসেন ও আরমান হোসেন, কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী গাজী ইকরা আক্তার।

কচুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী ও ৪ কক্ষ পরিদর্শককে চলমান সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম শৃঙ্খলা ভঙ করে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ বলে জানান এই কর্মকর্তা।

বহিষ্কার,অসদুপায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত