ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম বা ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়তে রেললাইন ধরে হাঁটতে গেলে ছিন্নবিচ্ছিন্ন ৩ যুবকের মরদেহ দেখতে পান তারা। পরবর্তীতে কুমিল্লা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বেলা পৌনে ১১টায় ময়নাতদন্তরে জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত এই যুবকদের এই এলাকায় কখনো দেখা যায়নি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, ঢাকা-চট্টগ্রামগামী রেলপথের ডাউন লাইনের ১৬২/০১ এর মাদবপুর এলাকায় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি সর্বপ্রথম ঘটনাস্থলে আসেন এবং রেললাইনের ওপর খণ্ড-বিখণ্ড মরদেহগুলো দেখতে পান। পরবর্তীতে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ট্রেনে কাটা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত