ঢাকা সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জামালপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতাসহ আহত ৫

জামালপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতাসহ আহত ৫

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছাত্রলীগ নেতাদের হামলায় গুরুতর আহত হয়েছেন যুবদল নেতা আক্তার হোসেন। এ ঘটনায় আরও অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে মহাদান ইউনিয়নের মলদায়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের অভিযোগ, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সমর্থক ছাত্রলীগ নেতা ফারুক, রুবেল ও সাব্বিরের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। যুবদল নেতা আক্তার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় আহত হন নওশাদ শেখসহ অন্যরাও।

আহত আক্তার হোসেনকে প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতাদের বাধার মুখে তিনি সেখানে চিকিৎসা নিতে পারেননি। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চলছিল। আওয়ামী লীগ সরকারে থাকাকালীন সময় স্থানীয় একদল নেতাকর্মী জোরপূর্বক জমিটি দখল করে রেখেছিল বলে দাবি করেন আহতরা। সরকার পরিবর্তনের পর জমি ফেরত চাওয়াকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে অভিযুক্ত ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, "জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ধরনের মারামারির ঘটনা ঘটেছে। অভিযুক্ত পক্ষ একটি অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ছাত্রলীগ,হামলা,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত