কক্সবাজারের মহেশখালী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে মামাতো ভাইয়ের দায়ের কোপে মো. কাছিম আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের মনচোরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাছিম আলী স্থানীয় মৃত নুরুল আলমের ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালে কাছিম আলীর মামা গফুর মিয়া মাছ ধরার ট্রলারে শ্রমিক সরবরাহ নিয়ে আবু তৈয়ব নামে এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান। ওই সময় কাছিম আলী তাদের ঝগড়া থামাতে গেলে গফুর মিয়া ক্ষুব্ধ হন।
এর জেরে কিছুক্ষণ পর গফুর মিয়ার ছেলে শাকিব খান দেশীয় অস্ত্র নিয়ে কাছিম আলীর ঘরে হামলা চালায়। বসতবাড়ির সামনেই ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত শাকিব খান পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শেখ কামাল বলেন, "নিহত কাছিম আলী তুচ্ছ ঘটনায় মামাতো ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন।"