ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অটোরিকশা ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে অটোরিকশা ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশার ধাক্কায় শিশু নুরাইয়া খাতুনের (৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে ওই উপজেলার বানিয়াবহু গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত শিশু বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় উল্লিখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শিশু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত