ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে: রুমিন ফারহানা

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “বর্তমানে দেশে কোনো নির্বাচিত সরকার নেই, রয়েছে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।”

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, “বিএনপি গত ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে আসছে। যদি ন্যূনতম সুষ্ঠু ভোট হয়, তাহলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংসদে যাবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারাই আপনার এলাকার বিএনপি। ৩১ দফা আত্মস্থ করে তা জনগণের সামনে উপস্থাপন করুন। এই কর্মশালার উদ্দেশ্য নেতাদের মাঝে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ছড়িয়ে দেওয়া।”

কর্মশালার উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর মোর্শেদ খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুস সাত্তার পাটোয়ারী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিকেলে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, “জিয়া পরিবার ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। আর রাষ্ট্র পরিচালনায় নেই এমন দলকে যদি ব্যবসায়ীরা সমর্থন করে, সেটি ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। এজন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরও কঠিন হতে পারে। তবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

রুমিন ফারহানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত