ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৭৮ কেজি গাঁজা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ

সিরাজগঞ্জে ৭৮ কেজি গাঁজা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার খালকুলা বাজার এলাকায় একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। একইসঙ্গে গাঁজা বহনকারী সাদা-নীল রঙের পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পিকআপ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহজনক মনে হলে সন্ধ্যায় পুলিশ সেখানে গিয়ে গাড়িটি থানায় নিয়ে আসে এবং বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গাড়ির চেচিসের উপরে বডির নিচে লুকিয়ে রাখা গাঁজার সন্ধান মেলে।

খবর পেয়ে রাতেই হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে পিকআপের গায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, মহাসড়কে পুলিশের তৎপরতা বুঝতে পেরে গাঁজাবাহী গাড়িটি রেখে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

গাঁজা,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত