ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণে কক্সবাজারে আসছেন দুই উপদেষ্টা

বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণে কক্সবাজারে আসছেন দুই উপদেষ্টা

বাঁকখালী নদীর দখল ও দূষণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য বৃহস্পতিবার কক্সবাজারে আসছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সকালেই তাঁরা কক্সবাজার শহরের বাঁকখালী নদী এবং নদী বন্দরের জমি পরিদর্শন করবেন। এরপর দুপুরে নৌপরিবহন উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী রুটে সী-ট্রাকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি বাঁকখালী নদীর মোহনায় খুরুশকূল জেটি পরিদর্শন করবেন।

অন্যদিকে, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুরে চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করবেন।

বিকেলে কক্সবাজার সার্কিট হাউসে দুই উপদেষ্টা জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে “বাঁকখালী নদীর দখল ও দূষণ” শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলামের স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, সভায় নদী বন্দরের সীমানা পিলার স্থাপন, ড্রেজিং এবং অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

সন্ধ্যায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কক্সবাজারে হোটেল মালিকদের সঙ্গে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহারে সচেতনতামূলক মতবিনিময় করবেন। রাতেই দুই উপদেষ্টা কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

উপদেষ্টা,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত