চাঁদপুরের হাজীগঞ্জে মাদকসেবনের টাকার জন্য পিতাকে নৃশংসভাবে হত্যা করার দায়ে পুত্র মো. সুমন (৩৪)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ জুন বিকেলে হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের কাজী মইনুদ্দিন বেপারি বাড়িতে পিতা তাজুল ইসলামের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন তার ছেলে সুমন। পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সুমন ধারালো দা দিয়ে খালপাড়া এলাকায় তাজুল ইসলামের পাঁজরে আঘাত করে। এরপর আরও এক কোপে তার বাম পা হাঁটুর নিচ থেকে দ্বিখণ্ডিত করে ফেলে। ঘটনাস্থলেই নিহত হন তাজুল ইসলাম।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে সুমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম। তিনি জানান, মামলাটিতে মোট ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দেন।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন স্টেট ডিফেন্স ল'ইয়ার অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া।
এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এলাকায় এ রায় নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।