ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নাফনদী থেকে ফের ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফনদী থেকে ফের ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে ধরে নিয়ে গেছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার হোয়াইক্যং সীমান্তের বগার দ্বীপ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

দুই জেলে হলেন, হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, নাফনদীরতে মাছ ধরার সময় হোয়াইক্যং সীমান্ত থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে তথ্য সংগ্রহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার-১৮ হতে দক্ষিণ পূর্বে আনুমানিক ৩ কিলোমিটার নাফ নদীতে বগার দ্বীপ নামক এলাকা মাছ শিকারের সময় দুই জেলে মিয়ানমার জলসীমা অতিক্রম করলে তাদের আটক করেন আরাকান আর্মির সদস্যরা। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরাকান,আর্মি,জেলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত