সাভারে খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলা বিজয় ৭১ সম্মেলন কক্ষে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
সেমিনারে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহিদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, সাভার মহিলা পরিষদের সভাপতি পারভীন ইসলাম, সুমন জন রোজারিও, আগষ্টিন মিটু হালদার, আব্দুর রাজ্জাক প্রমুখসহ উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিগণ।
সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারিতাস সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। কারিতাস উদ্যম প্রকল্প মাদকাসক্তদের সুস্থতার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে প্রকল্পটি।