কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষাকেন্দ্রে নীতিমালা প্রতিপালনে ব্যত্যয়ের অভিযোগে ১ জন হল সুপার ও ৩ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পরীক্ষা চলাকালীন উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
জানা গেছে, এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসন পরীক্ষা শুরু প্রথম দিন থেকেই কঠোর ভূমিকা পালন করছে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ব্যত্যয় ঘটায় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ও ১জন কক্ষ পরিদর্শক এবং যশপুর সুফিয়া খাতুন মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ২ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের পাশে কোচিং সেন্টার খোলা রাখায় ৩ জন খণ্ডকালীন শিক্ষককে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ বছরে চৌদ্দগ্রামে মন্ত্রীর কেন্দ্র, সচিবের কেন্দ্র ও চেয়ারম্যানের কেন্দ্র বলে প্রচার করে পাশের হার বাড়াতে এসএসসি ও দাখিল পরীক্ষায় গাইড বই দেখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া এমসিকিউ শিক্ষকরাই বলে দিতেন বলে অভিযোগ দীর্ঘদিনের। এমন অভিযোগের প্রেক্ষিতে চলতি বছর নকল রোধ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইউএনও মো. জামাল হোসেন কঠোর পদক্ষেপ নেয়ায় ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল।