বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা তৃপ্তি রানী দাস (৬২) নিহত হয়েছেন।
নিহত তৃপ্তি রানী দাস ওই এলাকার হিরা দাসের স্ত্রী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বুধবার গভীর রাতে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে তৃপ্তি রানী স্থানীয় ধর্মীয় অনুষ্ঠানে কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন। এ সময় উল্লিখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ আলোকিত বাংলাদেশকে বলেন, এ বিষয়টি শুনেছি। এখনও কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন ওসি।