ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে যৌথবাহিনীর হাতে ৬ চাঁদাবাজ আটক

রংপুরে যৌথবাহিনীর হাতে ৬ চাঁদাবাজ আটক

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজি করার সময় ৬ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে আটকের বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। বুধবার রাতে রংপুর নগরীর মডার্ন মোড় বাস স্ট্যান্ড থেকে সড়ক পরিবহনে চাঁদাবাজির সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোখলেছুর রহমান (৪৬), ফরিদ খান মিঠু (৫৪), শামীম হোসেন (৪৮), আশিষ কুমার চক্রবর্তী (৫৪), আনোয়ার হোসেন (৪৬), দীপক সরকার (৪৮)। তারা দীর্ঘদিন ধরে পরিবহনের সাথে জড়িত থেকে এই চাঁদাবাজি করে আসছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্প এর যৌথ অভিযানে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার মডার্নমোড় বাসস্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দূরপাল্লার বাসে চাঁদাবাজিকালে ছয় জনকে আটক করা হয়। এসময় চাঁদাবাজির ২ হাজার ১ শত টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলি জানান সিটির নাগরিকবৃন্দের প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। নাগরিক সেবার মানোন্নয়ন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

যৌথবাহিনী,চাঁদাবাজ,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত