ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

সিরাজগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চলমান দাখিল পরীক্ষায় (এসএসসি সমমান) অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ওই উপজেলার খাষকাউলিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আকাইদ ও ফিকাহ পরীক্ষায় তাকে এ বহিষ্কার করে উপজেলা প্রশাসন।

বহিষ্কৃত পরীক্ষার্থী পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি রয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশেপাশে লোকসমাগম থাকার বিধান নেই এবং কেন্দ্রগুলোতে এমন পরিবেশ অব্যাহত থাকবে।

এর আগে, এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অসদুপায়,পরীক্ষার্থী,বহিষ্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত