কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন দেশের কৃষকরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অনুষ্ঠিত হয় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান। মিঠামইন উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান।
তিনি বলেন, “ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পেছনে প্রধান ভূমিকা রাখছেন দেশের কৃষকেরা।”
এরপর সচিব মিঠামইনের মহিষারকান্দি হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমানসহ জেলা ও উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবং স্থানীয় বোরো চাষীরা।
চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে কিশোরগঞ্জ জেলার বোরো চাষীদের কাছ থেকে ১২ হাজার ৪৮৯ মেট্রিকটন ধান সংগ্রহ করবে সরকারের খাদ্য বিভাগ।