চাঁদপুর জেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আব্দুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনার্স (সম্মান) 'A Unite' ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার সাফল্য ও গৌরব অর্জন করায় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানে মো. আব্দুল্লাহ এবং তার পিতামাতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ।
সিনিয়র শিক্ষক মাহবুব এলাহী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেধাবী শিক্ষার্থী মো. আব্দুল্লাহ এর পিতা ব্যবসায়ী মো. ইয়াকুব আলী এবং মাতা সুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার এবং তাদের কৃতি সন্তান মেধাবী শিক্ষার্থী মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন, সিনিয়র শিক্ষক মো. রেদোয়ান, সিনিয়র শিক্ষক মো. সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ-সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এই কৃতি শিক্ষার্থী এবং তার পিতামাতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।