ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের সদস্য গ্রেফতার

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের সদস্য গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাম্প মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি টহল দল।

আটককৃত ব্যক্তি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজের বিভিন্ন ভুয়া পরিচয়ে এলাকায় দাপটের সাথে মাদক ব্যাবসা চালিয়ে আসছিলেন। তিনি একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ১'শ ২০ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন বলেন, আমাদের নিয়মিত টহলের অংশ হিসেবে চিলমারী পাম্প মোড় এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক হয়। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সেনাবাহিনী,অভিযান,মাদকচক্র,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত