রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষায় ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৩৩ জন, যা ৯২.৩৭% উপস্থিতি হার।
রাবিপ্রবির একাডেমিক ভবন-১ ও ২-এ আয়োজিত এই পরীক্ষায় সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। তার সঙ্গে ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনিক কর্মকর্তারা।
ভাইস-চ্যান্সেলর সকল সংশ্লিষ্ট পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের অংশীদার, এবং তাদের জন্য নিরাপদ, ইতিবাচক ও ছাত্রবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।
উল্লেখযোগ্যভাবে, আজ দেশের ১৯টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো হবে ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ‘এ’ ইউনিটের।