ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘কোনো অফিসে আ.লীগের কারো চাকরি হলে প্রতিহত করতে হবে’

‘কোনো অফিসে আ.লীগের কারো চাকরি হলে প্রতিহত করতে হবে’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ ভদ্রলোকের দল না। আওয়ামী লীগ হচ্ছে চামার চোট্টাদের দল। কোনো অফিসে এ দলের কারো চাকরি হলে সেটা প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির নবায়ন ফরমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক পরিপ্রেক্ষিত শুরু হয়েছে। যেই পরিপ্রেক্ষিতে বিএনপি হচ্ছে সবচেয়ে জনগণের নন্দিত দল। যে দল সৃষ্টি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আওয়ামী লীগ ছাড়া এ দলকে আজ পর্যন্ত কেউ কালিমা লিপ্ত করতে পারেনি। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পাশ থেকে সরে যাননি। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সুদূর লন্ডনে থেকেও বাংলাদেশের আনাচে-কানাচে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।

তিনি বলেন, ৫ তারিখের পরে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আত্মীয়তা বেড়ে গেছে। ক্ষমতায় যাওয়া দলের মানুষের যে গ্রহণযোগ্যতা প্রয়োজন সেরকম ব্যবহার জনগণের সঙ্গে করতে হবে। জনগণ কিছু চায় না, চায় শান্তি, চায় ভালো করে কথা বলা। জনগণকে দিয়ে তোমরা, জনগণকে দিয়ে আমি। জনগণ পাশে থাকলে আপনারা সার্থকতা পাবেন।

তিনি আরও বলেন, যারা বিএনপির সদস্য হবেন, তারা হবেন বিএনপির খাঁটি সোনার কর্মী। যারা দীর্ঘ ১৬ বছর যুদ্ধ করেছে। ৫ মিনিটের জন্য যদি কেউ আওয়ামী লীগ হয়ে থাকে, তাদের জন্য বিএনপি হারাম হয়ে গেছে। শেখ হাসিনা তার হুকুমে ১৬ বছরে আমাদের নির্যাতন করে পরিবার ও গ্রামছাড়া করেছে। আর আল্লাহর বিচার, কত কঠোর। তিনি মাত্র ৪৫ মিনিট টাইম দিয়েছে এবং পরনের শাড়িটাও ঠিকমতো পরতে পারেনি।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি নেতা রেজাতে রাব্বী উথান, আব্দুল্লাহ আল কায়েস, রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ।

অফিস,আ.লীগ,চাকরি,প্রতিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত