বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার পাটধারী বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, শাহজাদপুর উপজেলার মাদলা দক্ষিনপাড়া গ্রামের আলামিন শেখ (৩৮), মাদলা গ্রামের শরীফ (৩৫), গঙ্গাপ্রসাদ গ্রামের হৃদয় (২৪), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের হেলাল উদ্দিন (৩৩) ও রাজশাহীর বাগমারা উপজেলার বড় শাকুয়া গ্রামের জাকির (১৯)। ওসি (ডিবি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিকনির্দেশনায় শুক্রবার ভোররাতে উল্লেখিত স্থানে পুলিশ অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী একটি ট্রাক সিগন্যালে থামানো হয় এবং ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দেয়া তথ্যমতে ওই ট্রাকের সিটের নিচ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।