চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা গ্রামে এক অভিযানে হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটককৃত মো. ইউসুফ আলী (২৬) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর এলাকার আব্দুল বাসিরের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গতিরোধ করে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ ইউসুফ আলীকে আটক করে র্যাব।
এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।