ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিলেটে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা: সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

সিলেটে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা: সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকায় বুধবার ভোর সাড়ে ৫টায় মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন যাত্রী ও একজন পথচারী। এ ঘটনায় আরো একজন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। দুজন সুস্থ আছেন।

গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। একজনের পরিচয় এখনো জানা যায়নি।

নিহত তিন মাইক্রোবাস যাত্রী হলেন-বিয়ানীবাজার উপজেলার কচকট(চারখাই) গ্রামের হাজী আব্দুল জলিলের পুত্র সুনাম মিয়া (২৪) ও মৃত কুটু মিয়ার পুত্র রাজন (২২) এবং অন্য অজ্ঞাত।

তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস (নোহা) ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হন। আহত এক পথচারী হাসপাতালে মারা যান।

জানা গেছে, এ ঘটনাটি তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯-এ কল দিয়ে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

সিলিন্ডার বিস্ফোরণে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত