সিরাজগঞ্জে আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় বাজার ও স্কুল কলেজসহ গুরুত্বপূর্ন স্থান ব্যাতিত যত্রতত্র স্পিড ব্রেকার তুলে নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের প্রেসক্লাব মোড়ে বাইকার্স অফ সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ রাইটার্স ও নেক্সাস রাইটার্সের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই ৩ সংগঠনের নেতৃবৃন্দ শাকিলুর রহমান, রিয়াসাদ আজিম উচ্ছাস ও নাজমুল সেখ, তারেক হাসান প্রমুখ।
বক্তরা বলেন, আঞ্চলিক মহাসড়কে স্কুল কলেজ বাজার ব্যাতিত স্পিড ব্রেকার তুলে নিতে হবে। স্পিড ব্রেকার থাকলে তারজন্য সঠিত নিদের্শনা বা সাইনবোর্ড থাকতে হবে। যেখানে সেখানে স্পিড ব্রেকার স্থাপনের কারনে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাঈম হোসেনের অকাল মৃত্যু হয়। আঞ্চলিক সড়ক পথে যানবাহন চলাচল ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগসহ ৭দফা দাবি জানানো হয়। যেখানে সেখানে স্পিড ব্রেকার স্থাপনের কারণে সড়ক দুর্ঘটনার কারন হয়ে দাঁড়িয়েছে বলে তারা উল্লেখ করেন।