ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ভোগান্তি চরমে  

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ভোগান্তি চরমে  

শ্রমিকদের মারধরের প্রতিবাদসহ ছয় দফা দাবিতে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।

বৃহস্পতিবার থেকে পাবনা জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকেই জেলার সকল রুটে বাস মিনিবাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সাসহ সকল প্রকার যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল যানবাহন ঢাকায় যাতায়াত করে। মাঝে মধ্যেই শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকেরা নানা অজুহাতে পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে। গত ২৪ ডিসেম্বর পাবনা এক্সপ্রেসের দুই শ্রমিককে মারধর করা হয়। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোন ফল পায়নি।

গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে জেলা পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদসংবাদ সম্মেলনের মাধ্যমে ৩ দিনের মধ্যে প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধানসহ ৬ দফা দাবি জানানো হয়। কিন্তু ৩ দিনের মধ্যে এর কোন সমাধান না হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পাবনার সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচল অনিধিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।

পরিবহন ধর্মঘটে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত