হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের প্লাটফর্মের শেড ফুটো হয়ে আছে অনেকদিন। একটু বৃষ্টি হলেই পানিতে ভেসে যায় পুরো প্লাটফর্ম। এ সময় যাত্রীদের এখানে অবস্থানের কোন সুযোগ থাকে না।
এই বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পড়ায় জংশনটিতে অপেক্ষমাণ যাত্রীদের ভিজে জবুথবু হতে হচ্ছে। অথচ তা দেখার যেন কেউ নেই। যাত্রীরা এ ব্যাপারে বারবার অভিযোগ করেও কোন ফল পাচ্ছেন না। দুর্ভোগই যেন নিয়তি যাত্রীদের।
শায়েস্তাগঞ্জ অনেক পুরোনো জংশন। এখানে রেলওয়ে স্টেশন চালু হয় ১৯০৩ সালে। পরে ১৯২৮ সালে শায়েস্তাগঞ্জ-বালা-হবিগঞ্জ রেলপথ চালু হলে স্টেশন থেকে জংশন হয় শায়েস্তাগঞ্জ।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, প্রায় সাড়ে চার কোটি টাকার বরাদ্দে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ জংশনের আধুনিকায়নের কাজ চলে। এর কয়েক বছরের মাথায়ই এ জংশনের ১নং প্লাটফর্মের শেডের বিভিন্ন স্থান দিয়ে পানি পড়া শুরু হয়। দীর্ঘদিন এমন অবস্থা চললেও এখন পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে বৃষ্টি এলেই ট্রেনযাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
এ ব্যাপারে জংশনের স্টেশন মাস্টার এবিএম সাইফুল ইসলাম বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোন বরাদ্দ আসেনি। তাই সংস্কার কাজ করা হচ্ছে না।