চাঁদপুরের কচুয়ায় সপ্তাহকাল যাবত শিকলে বন্দী রয়েছে মানসিক ভারসাম্যহীন জোবায়ের হোসেন (২২) নামের এক যুবক। সে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের আলী হাজির বাড়ির হতদরিদ্র দুলাল মিয়ার ছেলে। শিকলবন্দি থেকে তার হাত ও পায়ে পচন ধরেছে।
তিনি আরো বলেন, আমরা গরীব মানুষ, আমার স্বামী দিন মজুরের কাজ করেন। অসুস্থ, শ্বাসকষ্টে ভুগছেন। জমি জমা নাই। ছেলেকে আবার চট্টগ্রাম মেডিকেলে নিয়ে উন্নত চিকিৎসা করার অর্থ-সামর্থ্য আমাদের নেই। বাধ্য হয়ে তাকে আম গাছের সাথে শিকলে বেধেঁ রেখেছি। কাটাচ্ছি নির্ঘূম রাত। এমনি নির্ঘূম রাত যে আর কত দিন কাটাবো-চিন্তায় অস্থির হয়ে উঠছি। এমনি অবস্থায় আমার ছেলের চিকিৎসায় সকলের সহযোগিতা চাই।
আমার ছোট ছেলে যুবক জোবায়েরকে কেউ চিকিৎসার সহযোগিতা করতে চাইলে ০১৭৮৭-৭৭৬৮৮৩ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করতে ও অর্থ সহযোগিতা দিতে চাইলে বিনীত অনুরোধ করা হয়েছে।