রাজশাহীর মোহনপুরে একটি মাদ্রাসার তিন ছাত্র গত বুধবার ভোররাত থেকে নিখোঁজ। এ ব্যাপারে গতকাল শুক্রবার রাতে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শামসুল হক শামীম মোহনপুর থানায় অভিযোগ করেছেন।
গত বুধবার ভোররাতে উপজেলার মৌগাছি ইউনিয়নের ত্রিমোহনী মোড়ে বজরপুর দারুল উলূম মাদ্রাসা কোরআন হেফজখানা থেকে তারা নিখোঁজ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সালকোনা রুদ্রপুর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে মো.আবু বক্কর সিদ্দিক (১৪), মোহনপুর উপজেলার কালিগ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. আতিকুর রহমান বিশাল (১১) ও মাটিকাটা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. হাবিবুর রহমান হিমেল (১৬)।
মাদ্রাসার হেফজখানার প্রধান শিক্ষক মো. শামসুল হক শামীম বলেন, গত বুধবার দিবাগত ভোর রাত ৪ টা থেকে হেফজখানার তিন শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেছেন। তিনি জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুই শিক্ষার্থী দেড় বছর ও এক শিক্ষার্থী ৮ মাস ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। নিখোঁজ ওই তিন শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীর টাকা নিয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। নিখোঁজের পর থেকে মাদ্রাসার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার তিনজন শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের পর থেকে নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে ছাত্রের অভিভাবককে থাকায় আলাদা সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে।