ঢাকা ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ডিসেম্বর) সকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড সরকারি শিশু(বালিকা) পরিবার বিদ্যালয়ের দুই শতাধিক শিশু-কিশোরের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি।

টাঙ্গাইল জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি জাফর আলী খানের সভাপতিত্বে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য(১) অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডিশনাল স্পেশাল পিপি মো. আব্দুর রহিম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা সোহানুর রহমান সোহেল, যুবলীগ নেতা মনির সিকদার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সা’দত কলেজ শাখার সভাপতি মমিতুল ইসলাম প্রমি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মো. সাজিদ খান।

শীতবস্ত্র বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত