ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সখীপুরে জমি নিয়ে বিরোধে নিহত ১

সখীপুরে জমি নিয়ে বিরোধে নিহত ১

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মাহমুদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত রুবেলের চাচা লালমিয়ার কাছ থেকে একই এলাকার রহিম মিয়ার ছেলে মোন্তাজ আলী ১৮ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে শুক্রবার মোন্তাজ আলী ঘর তুলতে যায়। জমিটি তাদের দাবি করে রুবেল ও তার ভাই রাসেল ঘর নির্মাণে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। সংঘর্ষে রুবেল গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জমি নিয়ে বিরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত