মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় বাদীর ছেলেসহ দুজনের সাক্ষী
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৯:২৬ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় বাদীর ছেলেসহ দুজনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
মঙ্গলবার ৬ জুন নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষী প্রদানকারীরা হলেন, বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সোনারগায়ের সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ।
মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, সাক্ষী আব্দুর রহমান বলেছে তার বাবার সঙ্গে তার মা জান্নাত আরা ঝর্ণার বিচ্ছেদ হয়ে যায়। এরপর তার মা মামুনুল হককে বৈধ ভাবে বিয়ে করেন। এতে করে স্পষ্ট ভাবে প্রমাণ হয় মামুনুল নির্দোষ। এ মামলা থেকে তিনি খালাস পাবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রকিবুদ্দিন আহমেদ (রকিব) চৌধুরী বলেন, বাদী জান্নাত আরা ঝর্নার ছেলে আব্দুর রহমান ও প্রত্যক্ষদর্শী সাক্ষী সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ সাক্ষীতে বলেছে মামুনুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে জান্নাত আরা ঝর্ণাকে হোটেলে নিয়ে ধর্ষণ করেছে। পরবর্তী সাক্ষীর জন্য আগামী ৮ আগষ্ট দিন ধার্য করেছে আদালত।