ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কর্মদিবসে সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

কর্মদিবসে সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

অফিস আদালত খোলা থাকার দিনে রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ করার অনুমতি না দেওয়ার নির্দেশনা চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক নূরে আলম উজ্জ্বল সরকারসহ সংশ্লিষ্ট ৯টি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদককে এই নোটিশটি পাঠান।

নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সহ-সম্পাদক নূরে আলম উজ্জ্বল।

নোটিশ পাঠানোর বিষয়ে তিনি বলেন, বিএনপি ও বিলুপ্ত জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল ছুটির দিনে সভা-সমাবেশ না করে অফিস আদালত খোলার দিনে এই প্রোগ্রামগুলো করছে। এতে করে সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। সংবিধান অনুযায়ী সাধারণ জনগণ সকল ক্ষমতার উৎস। কাজেই জনগণকে হয়রানি না করতে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এই আইনজীবী আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সুপ্রিম কোর্ট বারের নেতা নির্বাচিত হয়েছেন।

সভা,সমাবেশ,নিষিদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত