ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর

নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান শপথ গ্রহণ করবেন আগামী ২৬ সেপ্টেম্বর। ওই দিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করাবেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে গত ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আইনসচিব মো. গোলাম সারওয়ার নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি জনাব ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে বিচারকদের বয়স ৬৭ বছরের বেশি হলে আর সে পদে থাকার সুযোগ নেই। সে হিসাবে বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বয়স ৬৭ বছর পূর্ণ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। সেদিন তিনি অবসরে যাবেন।

বিচারপতি,শপথ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত